কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম:
কয়রায় মধু মালা নামে ১ গৃহবধূ তারই ব্যবহৃত ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে।
উপজেলার মহারাজপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের বাসিন্দা এসমতারা বেগম(৪০) স্বামী হযরত আলী তরফদার এর ছোট কন্যা মধু মালা (১৬)। বিবাহের পর তার স্বামীর সাথে বনি বনা না হওয়ায় মধুমালা তার বাবা ও মায়ের সাথে বাবার বাড়ীতে থাকত।
মধু মালার মা এসমতারা বেগম বলেন যে, বিয়ের পর পারিবারিক কলহ ও স্বামীর সাথে বনি বনা না হওয়ায় আমার কন্যা বিভিন্ন সময় দুশ্চিন্তাগ্রস্থ থাকত। আজ ইং১২/০১/২৫ তাং সকাল ৭০০ঘটিকার সময় ঘুম থেকে উঠে দেখতে পাই যে আমার কন্যা বসত ঘরের ভিতরে শুয়ে আছে। তখন আমার কন্যাকে সকালের খাবারের জন্য ডাকি। তখন আমি আমার কন্যাকে বারবার ডাকলে সে না আসলে আমি আমার বাড়ির পাশে সার্স সমিতিতে সকাল ৯,০০ ঘটিকার সময় চলে যায়। আমার স্বামী মোটরসাইকেল চালানোর জন্য খুলনায় চলে যায়। তখন বাড়িতে কেউ ছিলে
না। আমি সমিতির কাজ শেষে ইং ১২/০১/২৫তাং সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় বাড়িতে মেয়ের নাম ধরে ডাক দিলে আমার মেয়ের কোন সাড়া শব্দ না পাইয়া ঘরের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে দেখতে পাই যে তার ব্যবহৃত ওড়না দিয়ে ঘরের কাঠের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তখন আমি ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আসে এবং আমার ঝুলন্ত অবস্থা থেকে ওড়না খুলে দ্রুত মাটিতে নামায়।
আমার ধারণা আমার কন্যা ইং ১২/০১/২৫ তাং সকাল ৯:০০ ঘটিকা হতে ইং ১২/০১/২৫ তাং সকাল ১০:৩০ ঘটিকার মধ্য যে কোনো সময় তার শয়ন কক্ষের ভেতর আড়ার সাথে তার ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss