প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল
রংপুরে গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল মিয়াপাড়া গ্রামে আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী ২০২৫)শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করেছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোরশেদ আলম মামুন, ব্যাংকার শাফিক সোহেল, উপদেষ্টা রেদওয়ানুল হক, পরিচালক তানভীর আহমেদ সিরাজ।
এসময় সংগঠনটির সভাপতি হাফেজ মোসাব্বির হোসেন, সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাজমুল ইসলাম, আব্দুল মাজেদ,
আহবায়ক ইন্জিনিয়ার আতিকুর রহমান আতিক, সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ বলেছেন, উত্তর অঞ্চলে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। এই অন্চলের মানুষের মাঝে আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠনের দেওয়া উপহারের ৫০ টি কম্বল দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত এসব মানুষের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
কম্বল গ্রহনকারী ষাটোর্ধ্ব হাছিম আলী বলেছেন, শীতের এই কঠিন সময়ে কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠন শীতের সময় আমাদের কম্বল দিয়ে পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি।
এদিকে, সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সংগঠনের পরিচালক তানভীর আহমেদ সিরাজ বলেন, আমাদের সংগঠন সব সময় জনগণের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের দায়িত্ব পালন করে আসছে। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ, যা শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার বার্তা নিয়ে এসেছে।
চলমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোরশেদ আলম মামুন সংগঠনের স্থায়ী কাঠামো তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss