আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর) :
রবিবার (৫ জানুয়ারি ) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর নিজস্ব প্যাডে লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ইস্রাফিল হাসান ও সদস্য সচিব মোঃ জাহিদ চৌধুরী এর স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর রায়পুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রফিক উজির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাওলাদার, সদস্য সচিব মোঃ আমির হোসেন। উপজেলা শাখা ৩৮ সদস্য নির্বাচিত করে ঘোষণা করা হয় ।
একই দিনে পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।পৌর কমিটির আহ্বায়ক মোঃ আরিফ হোসেন শিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব পলাশ আহমেদ পাটোয়ারী। পৌর শাখা ২১ জন নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।