আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
শনিবার (০৪ জানুয়ারি) বিকালে রায়পুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
পৌরসভা জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য দেন দলের লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভুইয়া।
জেলা জামায়াতের আমির বলেন আওয়ামীলীগ সরকার পুলিশদের নির্দয় নিদারুণ ভাবে ব্যবহার করেছে। এদের সংস্কার করা প্রয়োজন। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নতুন আঙ্গিকে সাজাতে হবে। আর এই দেশকে উদ্ধার করার জন্য ইসলামী আন্দোলনকে দায়িত্ব দিতে হবে। একমাত্র খোদার রব কায়েমের মাধ্যমে ২০২৪ এর বিপ্লব সার্থকতা রুপ দিতে পারে। কোনো অনির্বাবিক শক্তির হাতে সার্বভৌমত্ব নিরাপদ নয়। একমাত্র জামায়াত ইসলামী , ইসলামী ছাত্রশিবিরের হাতে দেশ নিরাপদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী জেনারেল এডভোকেট আতিকুর রহমান, জেলা নায়েবে আমীর এডভোকেট নাজীর আহমদ ভূঁইয়া, জেলা সহকারি সেক্রেটারী সরদার সৈয়দ আহমদ, উপজেলা আমীর সাইয়্যেদ নাজমুল হুদা, সেক্রেটারী এডভোকেট আবদুল আউয়াল রাসেল, পৌর নায়েবে আমীর এডভোকেট কামাল উদ্দীন, সেক্রেটারী আশরাফুল ইসলাম রাকিব প্রমুখ।