আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে ভুক্তভোগী অসহায়, অসুস্থ মানুষের মাঝে বিনামূল্য ফ্রি ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল ৯ টায়
মধ্য কেরোয়া মীরগঞ্জ রোড (ভাট মসজিদ , ব্রীজ সংলগ্ন) মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী স্কুলে এ ডেন্টাল ক্যাম্প হয়। ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির ভাট, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ আয়েশা রহমান,ডি ডি টি ডেন্টিস্ট এম.আর.হায়দার( অপু), ডেন্টিস্ট প্রান্ত চন্দ্র বর্মন,ডেন্টিস্ট আজহারুল ইসলাম সোহাগ, মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকসহ প্রমূখ।
সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ওষুধ বিতরণ করা হয় । সার্বিক সহযোগিতা করছেন জারিফ পয়েন্ট।মরিয়ম ভাট মেমোরিয়াল একাডেমী প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির ভাট বলেন, আমাদের এই এলাকা শিক্ষার দিক থেকে অবহেলিত ছিলো,এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলি।
এর আগেও আমরা আরো কয়েকবার মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। এই প্রথম আমরা বিকল্প চিন্তাধারা থেকে ডেন্টাল ক্যাম্পের আয়োজন করি।
ডেন্টিস্ট এম আর হায়দার অপু বলেন এলাকার মানুষ দাঁত সম্পর্কে সচেতন না । এই জন্য মানবিক দিক থেকে চিকিৎসা করার জন্য উদ্যোগ নেই। এলাকার মানুষ ও বাচ্চাদের দাঁতের সমস্যার আলোকে বিনামূল্যে ওষুধ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss