হোসাইন মৃদুল,নাগরপুর ( টাঙ্গাইল)প্রতিনিধি:
নাগরপুরের মোকনা ইউনিয়নের নাটাং গ্ৰাম বাসির উদ্দ্যোগে ভলিবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত হয় শুক্রবার(০৩ ) জানুয়ারি।
শুক্রবার বিকেলে নাটাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাকারিয়া হোসেন জাকিরের সভাপতিত্বে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরুল কায়েস রাজীব , সাবেক সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল, টাঙ্গাইল জেলা শাখা, সাবেক যুগ্ম আহ্বায়ক সরকারি এম .এম.আলী কলেজ ছাত্রদল
সদস্য, আহ্বায়ক কমিটি, নাগরপুর উপজেলা ছাত্রদল । উদ্বোধন মোঃ ফরিদ হোসেন , সৌদি প্রবাসী। আব্দুল মান্নান, অব: ওয়ারেন্ট অফিসার , বাংলাদেশ সেনাবাহিনী।মোঃ রাজিব মিয়া, সৌদি প্রবাসী। মোঃ আসিক মিয়া , সিঙ্গাপুর প্রবাসী।
এই খেলায় অংশগ্রহণ করেন প্রোডাটর লায়ন ভলিবল টিম,ঢাকা এবং সিংহরাগী দি লায়ন স্পোর্টিং ক্লাব , দেলদুয়ার দুটি দল।৮৭/ ১০০ পয়েন্টে বিজয়ী হয়েছেন প্রোডাটর লায়ন ভলিবল টিম , ঢাকা ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss