কয়রা(খুলনা)প্রতিনিধিঃ বিএম আলামিন ইসলাম:
কয়রা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আ’ট’ক করেছে । এ সময় হরিণের মাংস বহনকারি একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) সকাল ৮ টার দিকে উপজেলার কালনা বাজার হতে তাকে মাংস সহ আ’ট’ক করা হয়।
আ’ট’ককৃত ব্যাক্তি হলেন পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের পুত্র মোঃ ইকবাল মোড়ল (২৩)। কয়রা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জিএম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে ব’ন্যপ্রানী নিধন আ’ইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জু’ডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিন’ষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে আদালতের মাধ্যমে জে’ল হাজতে প্রেরন করা হয়েছে।