মিলন হোসেন (খুলনা):
খুলনা :২ জানুয়ারি ২০২৫ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর ও জেলা ছাত্রদল। আজ দ্বিতীয় দিনে “আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর ছাত্রদলের সভাপতি ইশতিয়াক রহমান ইসতি সহ মহানগর ছাত্রদল, বিভিন্ন থানা ছাত্রদল এবং বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।