চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে গৌরবের ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইয়াকুদ সাদ্দাৎ স্বাক্ষর ও সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, কুড়িগ্রাম জেলার ছাত্রদল সহ- সমাজসেবা বিষয়ক সম্পাদক জিহাদ ফেরদৌস চমক উপস্থিত ছিলেন।
উক্ত র্যালিতে উপজেলার ছয়টি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ,সাধারণ সম্পাদক সহ উপজেলার সকল ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।