হাতীবান্ধা উপজেলা (লালমনিরহাট) প্রতিনিধি,ইমন খাঁন
বিগত ৫ বছর পর দেশের মাটিতে পা দিলেন ড. মিজানুর রহমান আজহারি। গত ২৭ ডিসেম্বর ২০২৪ কক্সবাজার বৃহত্তম সাবেক গুলদী তাফসির ময়দান পেকুয়ায় প্রথম তাফসিরুল মাহফিল পেশ করেন ড. মিজানুর রহমান আজহারি। প্রথম মাহফিলেই ১৫ লক্ষ মানুষের ঢল
বিশ্বনন্দিত এই ইসলামিক স্কলার, সকল মানুষের আই ডল। ১২ লাখ সিম নেটওয়ার্ক এন্ট্রি হয়েছে ঐ মাহফিল স্থলে।
লালমনিরহাট এ জায়গা দিতে পারবে সোহরাওয়ার্দী উদ্যান মাঠ এ!!১৮ জানুয়ারি ২০২৫ রোজ শনিবার লালমনিরহাটে তাফসির পেশ করবেন, বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি
স্থানঃ পুরুষ মাঠ – ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান লালমনিরহাট।
দ্বিতীয় মাঠ – কালেক্টরেড ( LED উপস্থাপনায় )
মহিলা মাঠ – সিপি স্কুল মাঠ ( পর্দা ও LED উপস্থাপনায়) আপনারা সকলে আমন্ত্রিত।