সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন সখীপুরের বনবিভাগকে আর একটি ঘরও ভাঙতে দেওয়া হবে না। এখানে শত বছরের বসতভিটায় নতুন ঘর তুলতে গেলে পুরাতন ঘর সংস্কার করলেও আপনারা বাঁধা দেন। টাকা না দিলে আপনারা ঘর তুলতে দেন না তাদের নামে মামলা দেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরের জনসাধারণের ওপর বনবিভাগের অত্যাচারের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বনবিভাগের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেহে প্রাণ থাকতে সখীপুরের জনসাধারণের আর কোন বাড়িঘর ভাঙতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে নির্বাচিত হলে সংসদে বসেই আটিয়া বনঅধ্যাদেশ ৮২ বাতিল করবেন বলেও তিনি কথা দেন।
স্থানীয় ডাকবাংলো চত্ত্বরে এ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss