চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মাসুদ রানা নামের এক অফিস সহায়ক(এমএলএসএস)। গত নভেম্বর মাসের শুরুতে ৪দিন কর্মস্থলে আসার পর তিনি আর একদিনও অফিসে আসেননি।
জানা গেছে,মাসুদ রানা পূর্বের কর্মস্থল থেকে বদলি হয়ে ২০২৩ সালের জুলাই মাসে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে কারনে-অকারনে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বর্তমানে প্রায় দুই মাস ধরে কর্মস্থলে আসছেন না মাসুদ রানা।এরই মধ্যে বিভিন্ন ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের নিকট তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কিছু অর্থ হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।
হাসপাতাল জানায়,গত অক্টোবর মাসে ১০দিনের বেশী সময় ধরে ছুটি কিংবা অনুমতি ছাড়াই অফিসে অনুপস্থিত ছিলেন মাসুদ রানা। এর পর নভেম্বর মাসের প্রথমে ৪দিন অফিস করার পর থেকে তিনি আর অফিসে আসছেন না। প্রায় দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ তাকে ৩দফা কারন দর্শানোর নোটিশ প্রদান করলেও তিনি কোন জবাব দেননি কিংবা কর্মস্থলে উপস্থিত হননি।
প্রায় দুই মাস ধরে অনুপস্থিত অফিস সহায়ক মাসুদ রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
হাসপাতালের হিসাব রক্ষক মো.শামসুর রহমান জানান,অফিস সহায়ক মাসুদ রানা নভেম্বর মাসের প্রথম দিকে ৪দিন অফিস করার পর থেকে অনুপস্থিত। অনুপস্থিত থাকায় তাকে মাসিক বেতন দেয়া হয়নি।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম জানান,অফিস সহায়ক মাসুদ রানা কর্মস্থলে উপস্থিত না থাকার বিষয়ে তাকে তিনবার কারন দর্শানোর নোটিশ দিয়েও তার কোন জবাব পাইনি। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss