মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে ভারতীয় সীমান্তবর্তি জেলা লালমনিরহাটের নিভৃত্য পল্লী গ্রামেও পালিত হয়েছে খ্রীষ্টিয় ধর্মের সব থেকে বড় উৎসব বড়দিনের উৎসব।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা পিবিটি চার্চের বড়দিন পালিত হয়েছে।
ভারতীয় সীমান্ত ঘেঁষা দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের ৩০/৩৫ টি পরিবার বিভিন্ন ধর্ম থেকে খৃষ্টান ধর্মে ধর্মান্তরীত হন। যার নেতৃত্বে রয়েছেন ওই গ্রামের বাচ্চা মিয়ার ছেলে সিরাজুল হক। তিনি নিজ বাড়িতে ২০১৫ সালে উত্তর গোবধা পিবিটি চার্চ গড়ে তুলেন। সেখানেই নিভৃত্য এ পল্লীর খৃষ্টান ধর্মালম্বীরা বড়দিনের উৎসব পালন করেন। চার্চের সভাপতির দায়িত্বে রয়েছেন সিরাজুল হক। বড়দিন উপলক্ষ্যে চার্চে প্রার্থনা, কেক কাটা ও উপহার বিতরন করা হয়। এ ছাড়াো জেলা শহরের খ্রীষ্টানদের চার্চ অব গর্ডেও পালিত হয়েছে বড়দিনের উৎসব।
উত্তর গোবধা পিবিটি চার্চের সভাপতি সিরাজুল হক বলেন, বিগত দিনের মত এ বছরও বড়দিন পালনে সরকারী ভাবে ৫০০কেজি জিআর চাল বরাদ্ধ পেয়েছি। দেশবাসীর শান্তি কামনায় প্রার্থনা করেছি। দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলেও বিগত দিনের মত পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss