আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগ সাথীদের উপর খুনি সাদপন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে তাবলীগ জামাত ও ইত্তেফাকুল উম্মার উদ্যোগে পৌর শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উসমান চত্বরে গিয়ে প্রতিবাদী বক্তব্য দেন বক্তারা।
সমাবেশে বক্তৃতা করেন লুধুয়া ইছাতুল উলুম মাদ্রাসার মুফাসসির মাওলানা মো. আব্দুল্লাহ, তাবলীগ জামাতের মাদ্রাসা শিক্ষক নেতা মোহাম্মদ বোরহান উদ্দিন । আরো উপস্থিত ছিলেন আমিন উল্লাহ কমিশনার, খালেক হাজী,আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার ছাত্র অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইত্তেফাকুল উম্মাহ রায়পুর উপজেলা সভাপতি নুরুল আমিন কাশেম বলেন, “মসজিদে বিভ্রান্তিকর কার্যক্রম করতে দেওয়া হবে না। মূলধারার তাবলীগের কাজ অব্যাহত থাকবে। আজ এক চিল্লা হলে, ভবিষ্যতে দুই চিল্লা লাগিয়ে দ্বীনের কাজ আরও শক্তিশালী হবে।”
ঘন্টা ব্যাপি উক্ত বিক্ষোভ মিছিল শান্তিপূর্ন ভাবে শেষ হয়। বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলীগের সাথী ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন, ঠিক তখনই সাদপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে চার জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছেন, আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাদপন্থীদের সর্বোচ্চ বিচার ও শাস্তি দাবী করছি, সারা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে সা'দ পন্থীদের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার আহবান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss