হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের করটিয়ার এক সময়ের স্রোতস্বিনী সুন্দরী খাল এখন ময়লা আবর্জনায় ভড়ে গেছে । দখলদার এবং দূষণের কারণে হারিয়েছে খালটির নিজস্ব গতিবিধি। অথচ এক সময় কেন্দ্র করে ব্যাবসা বাণিজ্য ও যাতায়াতের প্রসার ঘটে এই এলাকায় । যা কালক্রমে এই খালটি শুধুই ইতিহাস। সৌন্দর্যের কারনেই প্রায় ০৫ (পাঁচ) কিলোমিটার দীর্ঘ এই খালটির নাম সুন্দরী খাল।
জেলার সবচেয়ে বড় কাপড়ের হাট বাংলার আলিগর হিসেবে পরিচিত সা'দত কলেজের শিক্ষার্থীসহ সকল মানুষের যাতায়াতের পথ ছিল এই সুন্দরী খাল দিয়ে । তবে সড়ক ব্যবস্থা উন্নত হওয়ায় দিন দিন গুরুত্ব কমতে থাকে এই খালের । অবৈধ দখলদাররা খালের দু পাশ দখল করে বাড়ি ঘর নির্মাণ করতে থাকে । হাট বাজার সহ আশেপাশের ময়লা আবর্জনা এনে ফেলতে থাকে এইখানে ফলে দূষণ আর দখলে অস্তিত্ব সংকটে পড়ে যায় এই ঐতিহ্যবাহী সুন্দরী খাল । ময়লা আবর্জনার দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটতে পারে না পথচারী সহ শিক্ষার্থীরা । পরিবেশকে করে তুলেছে অসহনীয় ।
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখনো নি পদক্ষেপ নিয়ার দাবি সচেতন মহলের।স্থানীয়রা জানান ,বর্তমানে এই খাল মৃতপ্রায় এবং দুই দিক দিয়া প্রভাবশালী মানুষেরা ভরাট করে দখল করে ।
খালের একসময় সৌন্দর্য ছিল এখন আর তা নেই । ময়লা আবর্জনায় ভর্তি হয়ে খালটা অসুন্দর হয়ে গেছে। কালের পরিক্রমায় এই খালের মুখ বন্ধ হয়ে গেছে আমরা চাই খালের মুখ খুলে দেয়া হোক । অন্তত বর্ষাকালে যেন এই খালের পানি প্রবাহ সচল থাকে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss