হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলে শনিবার ( ২১ শে ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটি ঘোষণা দিল সভাপতি আবু সাইদ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভিপি মনির ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দলীয় কার্যালয় টাঙ্গাইলে উল্লেখিত কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে আছেন প্রধান উপদেষ্টা জনাব মোঃ লিয়াকত আলী মোল্লা, উপদেষ্টা জনাব মোঃ রফিজ উদ্দিন, সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন, সহ সভাপতি মোঃ মনির মিয়া , সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা ( মোস্তফা) ,সহ সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম খান ( সেলিম) , সহ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া হাসান ( জাকির) , সাংগঠনিক সম্পাদক মোঃ এছাক মিয়া , কোষাধ্যক্ষ মোঃ বিপ্লব হোসেন, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান,সহ প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ আলামিন মিয়া , সহ দপ্তর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ বাহাদুর মিয়া , সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ সেলিম মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ সরদার, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মনছুর মিয়া , ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ আজম মিয়া , সম্মানিত সদস্য মোঃ হাসমত আলী সহ অনেকেই ।
এ সময় নবগঠিত কমিটি ঘোষণায় সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।
আজ আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি, যখন আমাদের প্রিয় মাতৃভূমি চরম সংকটে। দেশে গণতন্ত্র বিপন্ন, জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, এবং দুর্নীতি ও দুঃশাসনের শিকলে দেশ অবরুদ্ধ। এসব সংকট থেকে উত্তরণ ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩১ দফা দাবি বাস্তবায়নের কথা প্রতিশ্রুতি দিয়েছেন।তিনি আরো বলেন
আমাদের এই দাবিগুলো দেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জনগণের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত হবে।এগুলো কেবল আমাদের দলের প্রতিশ্রুতি নয়, এগুলো জনগণের অধিকার। এই দাবিগুলো বাস্তবায়নে আমরা জনগণের সহযোগিতা চাই। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ সমর্থন।
আসুন, আমরা সকলেই অন্যায়, দুঃশাসন এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াই। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একসাথে কাজ করব এবং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।