আরিফ হোসেন রুদ্র (রায়পুর ,লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির বিবাদমান দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত থেমে থেমে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দফায় দফায় সংঘর্ষ, বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও মারধরের ঘটনায় এখন পর্যন্তত উভয় পক্ষের অন্তত: ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে গুরুতর জখম শফিক রাঢ়ি (৪৮) ও লিন রাঢ়ি (৪৫) কে ঢাকায় পাঠানো হয়েছে। আহত তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁন, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে। আবারো যেকোন সময় উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত হওয়ার আশংকায় সাধারণ লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর মেঘনার চর, মাছঘাট, বাজার, কাঁচামালের আড়ত নিয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির মধ্যে দুটি ধারা সৃষ্টি হয়। একটি পক্ষের নেতৃত্ব দেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামিম গাজী ও অপরপক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ। এলাকায় দলীয় প্রভাব বিস্তার নিয়েই মূলত: তাদের মধ্যে অন্ত:কোন্দলের সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে মেঘনার পাড়ের চান্দারখালের এলাকায় উপজেলা কৃষকদলের সদস্য সচিবের টেবিলের পাশের ব্যানার ছিড়ে ফেলেন খাসেরহাট এলাকার বিএনপির কর্মী ফারুক গাজি। এ নিয়ে শামিম গাজির নেতৃত্বে তাঁর অনুসারীরা খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। এরপর ফারুক কবিরাজের নির্দেশে শামিম গাজীর অফিস ভাংচুর করা হয়। শুক্রবার সকালে বুল ও কবির হোসেনের নেতৃত্বে শামিমের শশুর শফিক রাঢ়ির বাড়িতে হামলা হয়। ওই সময় তারাশফিক রাঢ়িকে মারধর করে বাড়িঘর ভাংচুর, মিজানের বাড়ি ও দোকানে হামলা, দুটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও লুটপাট চালায়।
উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামিম গাজী বলেন, ফারুক কবিরাজের নির্দেশে আমাদের ওপর জঘন্য হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি ঢাকা থেকে এলাকায় আসলেই নানান অঘটনের সৃষ্টি করেন।
ইউনিয়ন বিএনপি নেতা ফারুক কবিরাজ বলেন, ব্যানার নিয়ে ঝামেলা হওয়ায় আমি মিমাংসা করে দেওয়ার আশ্বাস দেই। কিন্তু তারা না মেনে আমার নামে বাজারে অশালীন বক্তব্য দিয়ে মহড়া দিয়ে আমাদের অফিস ভাংচুর করা হয়। এরপর আমরাও তাদের উপর আক্রমন করি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনাস্থলে সেনা সদস্যদের সাথে আমাদের পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত সাপেে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে মামলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss