বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
ইয়ুথ এন্ডিং হাঙ্গার (বেরোবি) সাংগঠনিক জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।উক্ত কমিটিতে গনতান্ত্রিক ভাবে জেলা সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান আলী।
মঙ্গলবার (১৭ ই ডিসেম্বর ২০২৪) ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের সচিবালয়ে আঞ্চলিক সমন্বয়কারী আরমান আরাফাত অনিকের উপস্থিতিতে উক্ত জেলা ফোরাম নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী (ছেলে) হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুস সাকিব, যুগ্ম সমন্বয়কারী (মেয়ে) হিসেবে দায়িত্ব পালন করবেন মোছা:আল-হুমাইরা জান্নাতি।কর্মশালা সম্পাদক হিসেবে থাকবেন শয়ন চন্দ্র সেন,প্রচার সম্পাদক আশিকুর রহমান,কার্যকরী সদস্য হিসেবে থাকছেন নূসরাত নওশীন বুশরা।
জেলা সমন্বয়কারী হাসান আলী বলেছেন "সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে সব সময় উল্লেখযোগ্য অবদান রেখে যাচ্ছে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেরোবি। ২০২২ সালে যুক্ত হওয়ার সময় থেকে দেখে যাচ্ছি সামাজিক ও সাংস্কৃতিক নানা সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছে YEH বেরোবি জেলা।দায়িত্ব অনেক বড়, তবে আমি কাজ করতে ভালোবাসি । কাজ করার সুযোগ পেয়েছি, তাই কাজ করেই যেতে চাই।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলাকে দক্ষ, শক্তিশালী, বেগবান এবং সুষ্ঠু নেতৃত্ব চর্চার মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমার প্রধান লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss