পাইকগাছা(খুলনা)প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছায় দুই পাখি শিকারী কে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন ও তার সহযোগি আবু হানিফ তাদের কে আটক করে। এ সময় পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বন্য প্রানী (সংরক্ষন ও নিরাপত্তা)আইনে আটক ব্যক্তিদের দুই হাজার টাকা অর্থদন্ড করে আলামত পুড়িয়ে ফেলেন। একইসাথে উদ্ধারকৃত জীবিত পাখি অবমুক্ত করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন,পারিযায়ী পাখি শিকার করার কোন সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।