পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছায় ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যেগে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী নারী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তিসহ"ফসিয়ার রহমানের জীবন ধারা" গ্রন্থ প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলার শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিক ভাবে বৃত্তি ও গ্রন্থ প্রদান করা হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফসিয়ার রহমানের বড় ছেলে মাসফিয়ার রহমান সবুজ।
সহকারী স্কুল শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ (ভার) উৎপল কুমার বাইনসহ,এ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, মোঃ শফিয়ার রহমান,মনছুর আলী, গাজী নূর মোহাম্মদ, সরদার আব্দুর রাজ্জাক,মোঃ শহিদুল ইসলাম, মুসফিয়া হুমায়ূন কবির ও স্কুল শিক্ষক সেলিম রেজা ও তাহমিনা খাতুন।
আয়োজকরা জানান, নারী শিক্ষা বিস্তারে পাইকগাছার গর্ব রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পপতি ও দানবীর প্রয়াত ফসিয়ার রহমান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যেগে প্রতিবছর মেধাবী নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এর ধারাবাহিকতায় এ বছরও ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের ২৮২ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও বই প্রদান করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ফসিয়ার রহমান মহিলা কলেজ,পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কে,ডি,শাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, এ,বি,জি,পি লতা এমএম মাধ্যমিক বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মঠাবাটি জি,জি,পি,জি দাখিল মাদরাসা, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, লস্কর করুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা ভিলেজ মাধ্যমিক বিদ্যালয় ও আল-আমীন মহিলা দাখিল মাদরাসা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss