লালপুর প্রতিনিধি:
লালপুরের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মরত ইমরান হোসেন বিদ্যুৎ নামে এক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ইনজেকশন পাম্প হাউসে পড়ে গুরুতর আহত হন। ৪ ডিসেম্বর মিলের পাম্প হাউসে কাজ করার সময় তার শরীরের অধিকাংশ স্থান ঝলসে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ৭ ডিসেম্বর সকালে সেখানে তার মৃত্যু হয়।
বিদ্যুৎ গোপালপুর পৌর এলাকার বিজয়পুর গ্রামের বাসিন্দা ও গোপালপুর ডিগ্রী কলেজের কর্মচারী সাইফুলের ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন। মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু জানান, বিদ্যুৎ মিলের চুক্তিভিত্তিক পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক, তবে মিল কর্তৃপক্ষ তার চিকিৎসায় পূর্ণ সহযোগিতা প্রদান করেছে। ইউনিয়ন তার মৃতদেহের স্ত্রীর জন্য একটি চাকরি দাবি করছে।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, এ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মিল কর্তৃপক্ষ দুর্ঘটনার পর আহত কর্মচারীর চিকিৎসায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং তার মৃত্যু পরবর্তী পরিবার সদস্যদের সাথে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত শুরু হবে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, শাহবাগ থানা পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss