আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ নেতা ও তার অনুসারীদের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার চরমোহনা গ্রামের মালের বাড়িতে শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহতরা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে একই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত নজির আহাম্মদ পরিবার।
লিখিত বক্তব্যে নজির আহাম্মদ (৬০) জানান, একই এলাকার আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম ও নুর মোহাম্মদ গংদের সাথে জমি নিয়া বিরোধ চলে আসছে। কয়েকবার স্থানীয়ভাবে শালিশ হলেও সেলিম জোর পূর্বক আমাদের সম্পত্তি জবর দখল করার পাঁয়তারা করছে। সম্পত্তিটি নিয়ে আদালতে মামলাও চলমান। কয়েকদিন আগে আমাদের জমি থেকে গাছ কাঁটতে গেলে বাঁধা দেই। ক্ষুব্ধ হয়ে সেলিম ও তার স্ত্রী তাহেরা আমাকে গালমন্দ করে হত্যার হুমকি দেয়। শুক্রবার রাত ৮টায় পূর্বপরিকল্পতিভাবে সেলিম, নুর আহম্মদ ও তাদের ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বসতঘরে হামলা চালায়। ৯৯৯ এ করলে করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং হামলাকারীরা পালিয়ে যায়।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিক ইসলাম বলেন, আহতদের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করে চরমোহনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সেলিমকে পাওয়ায় যায়নি। ঘটনার পর তিনি বাড়িতেও যাচ্ছেন না বলে পরিবারের পক্ষ থেকে নাম প্রকাশ না করার শর্তে জানানো হয়েছে।
রায়পুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জান্নাতুল ফেরদাউস জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করার বিষয়টি জানা নেই। অভিযোগ দেওয়া হয়ে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss