নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘গবেষণা পদ্ধতি ও মানসম্মত গবেষণাপত্রে প্রবন্ধ প্রকাশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ বুধবার সকালে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ গবেষণা ও পিএইচডি করা অত্যন্ত ধৈর্যের কাজ। আর এই কঠিন কাজের জন্য রিওয়ার্ড ও ইনসেন্টিভ থাকা প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে গবেষকদের রিওয়ার্ড ও ইনসেন্টিভের ব্যবস্থা করার চেষ্টা করছি। ’ তিনি আরও বলেন, গবেষণার প্রাইমারী ডেটা ভালো হলে গবেষণার গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়া গবেষণায় কী, কখন ও কীভাবে এই উত্তরগুলো থাকা প্রয়োজন বলেও প্রধান অতিথি উল্লেখ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম. সোহরাব উদ্দিন। কর্মশালার উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss