পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহযোগীতায় বজ্রপাতে হতাহত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। মঙ্গলবার সকালে ওই সহাতার চেক স্বজনদের তুলে দেয়া হয়।
এ সময় উপজেলার চাঁদখালী ওড়াবুনিয়ায় বজ্রপাতে নিহত লাকি আক্তার এর কন্যা মোমেনা বেগম এর নিকট ২৫ হাজার টাকা, আহত সুভদ্রা সানা কে ৫ হাজার টাকা এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পৌর সদরে সরল ৫ নং ওয়ার্ডের আল আমিন গাজী কে ৭ হাজার টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পিআইও অফিসের সুজয় মিস্ত্রী, মারুফ বিল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss