খুলনা ব্যুরোঃ-
খুলনায় সন্ত্রাসীদের গুলির পর কুপিয়ে জখম করা বিএনপি নেতা আমির হোসেন মোল্লা বোয়িং (৫৫) নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেছেন।
তিনি খুলনা মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ও খুলনা মৎস্য বণিক সমিতির সভাপতি ছিলেন। নিহতের ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল বলেন, সেদিন সন্ত্রাসীদের হামলায় তার অবস্থার অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। পরে নিহতের জানাজা নামাজ আসর বাদ স্থানীয় টুটপাড়া তালতলা হাসপাতাল বাইতুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে হওয়ার পর তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে নিহতের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উল গিয়াস বলেন, মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার সুরতহাল রিপোর্ট চলছে।
গত মঙ্গলবার রাতে তার ছোটভাই মোঃ আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।