চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে খোলা সয়াবিন তেল কিনতে হচ্ছে চড়া দামে। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ জন। তবে ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজার হতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।
রোববার (০২ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করে উপজেলার থানাহাট বাজারের বড় বড় গোলমালের দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা জানাচ্ছেন সরবরাহ না থাকায় পাওয়া যাচ্ছে না।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, এক লিটার বোতলজাত তেলের মূল্য ১৬৭ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৮৫-১৯০ টাকা বিক্রি হচ্ছে। স্থানে ভেদে ২০০ করেও নেয়া হচ্ছে। তাই অনেকেই ধারণা করছেন, বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা ভাবে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
প্রতিদিনের মত বাজারে গেছেন সবুজপাড়া এলাকার সাওরাত হোসেন। তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর সয়াবিন তেল কিনতে গেলে বোতলজাত তেল না পাওয়ায় খোলা তেল কিনে বাড়িতে ফিরছেন। তিনি জানান, হঠাৎ করেই বাজার হতে বোতলজাত সয়াবিন তেল উধাও হয় কিভাবে? বাজার ঠিকভাবে মনিটরিং করলে এধরনের পরিস্থিতির সৃষ্টি হত না।
অপর এক ক্রেতা আলমগীর হোসাইন বলেন, বাজারে সয়াবিন তেল কিনতে গেলে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে খোলা তেল কিনতে হচ্ছে।
দোকানের এক কর্মচারী জানান, প্রায় ৭ দিন হতে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ না থাকায় এখন খোলা তেল বিক্রি করতে হচ্ছে।
ব্যবসায়ী তপন কুমার জানান, বোতল জাত তেল সরবরাহ না থাকায় খোলা তেল বিক্রি করতে হচ্ছে।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, বিষয়টি জানা ছিল না, ওদের (ব্যবসায়ী) সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss