হোসাইন মৃদুল,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ সুষ্ঠু, সুন্দর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, লেফটেন্যান্ট মাহমুদুল রহমান সাবাব, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মৎস্য কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ, নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যম কর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, সভায় যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় ।