হোসাইন মৃদুল,নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ) বাদ আছর কোনড়া পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। টাঙ্গাইল ও নাগরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আঃ করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ (বয়স ৭৭) কোনড়ায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আব্দুল বাছেদের দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।