লালপুর প্রতিনিধি :
নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও কৃষি বিপণন আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত ২৭ নভেম্বর (বুধবার) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা এবং কৃষি বিপণন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী বাজারে পণ্যের সরবরাহ ও দাম নিয়মিত তদারকি করা হচ্ছে। কিছু ব্যবসায়ী পণ্যের দাম ১০-২০ টাকা ইচ্ছেমতো বাড়িয়ে বিক্রি করছেন। এ ধরনের কার্যক্রম রোধে প্রতিদিন বাজার তদারকি করা হবে।"
এ অভিযানের মাধ্যমে বাজারের মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ক্রেতাদের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে প্রশাসনের এ উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss