পাইকগাছা উপজেলা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলা ও পৌর সভা বি এন পির উদ্দ্যেগে বি এন পির অস্থায়ী কার্য্যলয়ে আগামী শুক্রবার ২৯ তারিখে পৌর সভা চত্তরে সাম্য ও সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষে পৌর আহবায়ক সেলিম রেজা লাকীর সভাপতিত্বে, প্রধান অতিথি থাকবেন, ডাঃ মোঃ আব্দুল মজিদ (এম বি বি এস) বিশেষ অতিথি, শাহাদাত হোসেন ডাবলু, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, আবুল হোসেন, এ্যাডঃ সাইফুদ্দিন সুমন, মজিদ গোলদার, প্রনব কান্তি মন্ডল, আনারুল ইসলাম, নাজির আহমেদ,প্রভাষক ইকবাল হোসেন, আসাদুজ্জামান খোকন,হাবিবুর রহমান, সরদার তোফাজ্জল হোসেন, মাষ্টার বাবর আলি,আসাদ্দুজ্জান ময়না,মফিজুর ইসলাম টাকু,আবু মোছা,মেছের আলী সানা,সরদার ফারুক আহমেদ, মাষ্টার মুজিবর, সরজিত ঘোষ দেবেন, টি এম শিমুল, হাফেজ আবু মোছা,সুজায়েত হোসেন,এস এম মোহর আলী,হুরাইয়া বাদসা, এ্যাডঃ আখি,বাসন্তী মন্ডল,কাসেম সরদার,সায়েদ আলী,মাফাজুল হক প্রিন্স,রায়হান পারভেজ টিপু,রাসেল পারভেজ, মোঃ কামাল হোসেন,শাহিদুর রহমান, নুর আলি, মুনছুর গাজী ,হান্নান,কুদ্দুস, সাইফুল, মাসুম,আজারুল, ওসমান,লৎফর মেম্বর, ফরাদ হোসেন প্রমুখ।