শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

নাটোরে পাঁচ নারী ছিনতাইকারী আটক,তারমধ্যে চারজনই অন্তঃসত্ত্বা নারী

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮২ Time View

লালপুর প্রতিনিধি:

নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে এই ঘটনা ঘটে। ছিনতাইকারী সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ও তারা একটি ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

আটক ছিনতাইকারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার নতুন বাজার এলাকার কাউসার রহমানের স্ত্রী পারুল বেগম (৩০), সফর উদ্দিন স্ত্রী নাইমা বেগম (২৮), এরশাদ আলীর স্ত্রী মাফিয়া বেগম (২০), জাকির হোসেনের স্ত্রী সমা বেগম (৩০), এবং আশরাফ উদ্দিনের স্ত্রী লাভলি বেগম (২০)। বিষয়টি নিশ্চিত করেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
ছিনতাইয়ের শিকার বড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাজনাজ খানম জানান, তিনি কানাইখালী বাস স্ট্যান্ড থেকে অটোতে চড়ে কালেক্টরেট স্কুলে যাওয়ার পথে পাঁচ জন নারী ওই অটো রিক্সায় ওঠেন। অটো রিক্সাটি মাদ্রাসা মোড়ে পৌঁছালে একজন মহিলা অসুস্থতা বোধ করছেন বলে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন।

এরপর তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেওয়ার চেষ্টা করে এবং অন্য সহযাত্রীরা তার ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশসহ স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং ঘটনা জানতে চাইলে তিনি সবিস্তারে তাদের ঘটনাটি জানান। এরপর ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানা নিয়ে যায়। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব হোসেন জানান, আটককৃতরা একটি ছিনতাই চক্রের সদস্য । ছিনতাই করায় এদের পেশা। এদের সাথে কারা জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে শাহনাজ বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102