লালপুর প্রতিনিধি:
লালপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. বিপ্লব হোসেন দীর্ঘ ১০ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। এই শিক্ষকের পিতা মৃত সাবাজ মন্ডল ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের একজন গর্বিত সদস্য। বর্তমানে বিপ্লব উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে স্ত্রী এবং ৫ বছরের একমাত্র পুত্রসন্তানকে নিয়ে বসবাস করেন। পরিবার সূত্রে জানা যায়, কিডনি রোগের চিকিৎসার জন্য প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হচ্ছে।
নিয়মিত ডায়ালাইসিস এবং অন্যান্য চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে সর্বস্বান্ত হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য প্রয়োজন প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের খরচ বহন করা বিপ্লবের পরিবারের পক্ষে সম্ভব নয়। বিপ্লব বর্তমানে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
তার পরিবার সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি এবং সাধারণ জনগণের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালী ব্যাংক লিঃ, সঞ্চয়ী হিসাব নং: ৪৯০৮০৩৪১৬৮৭৫৬, শাখা: লালপুর, নাটোর অথবা বিকাশ/নগদ নম্বর: ০১৭১১৩৩১৬৮৩।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss