বিশেষ প্রতিবেদকঃ
রাজধানির যাত্রাবাড়ী থানার আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি পুড়ান ঢাকার কুখ্যাত সন্ত্রাসী কর্মকান্ডের মহানায়ক মিরাজ খান।
গতকাল ২৮শে নভেম্বর মতিঝিল এলাকা হতে চকবাজার থানা পুলিশের জালে আটক হয় বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানা কর্মকর্তা।চকবাজার থানা কর্মকর্তা আরও বলেন অত্র আসামিদের বিরুদ্ধে চকবাজার থানায়ও একাধিক মামলা রয়েছে। এ বিষয় এলাকার স্থানীয়দের সাথে আলাপ কালে জানা যায় মিরাজ খান ও তার একান্ত ভাজন আওয়ামী সক্রিয় নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসী রবিন ওরফে পিচ্চি রবিন অত্র এলাকায় চুরি ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জরিত বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে চকবাজার থানা পুলিশ দৈনিক প্রথম বার্তা কে জানায় অস্ত্রধারী কেডার রবিন ওরফে পিচ্চি রবিন ও সাবেক সি এন জি মিরাজ সহ একাধিক সন্ত্রাসীদের বিরুদ্ধে গত ৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ যাত্রাবাড়ী থানায় শিল্পী বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং ০১ , আর এ মামলা হওয়ায় সকল আসমিগন গা ডাকা দিলেও এখনো রয়েছেন তাদের অন্যতম দোসরা’রা যার পরিপ্রেক্ষিতে অত্র মামলার সকল অভিযান চলমান।
আরও জানা যায় অস্ত্রধারী সন্ত্রাসী রবিন ওরফে পিচ্চি রবিন এখনো তার অন্যান্য সহযোগীদের দ্বারা চকবাজার এলাকার ছোট বড় ব্যবসায়ীদের তোপের মূখে রেখে লুট করেন নগদ অর্থ ও নানা রকম মালামাল।এ বিষয় চকবাজার থানা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন অপরাধী যত শক্তিশালী হোক না কেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে এলাকাবাসীর দাবি হত্যা মামলার অন্যতম আসামি মিরাজ খানের সাথে সাথে সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হোক। এ বিষয়ে চকবাজার জোনের এসি মাহফুজের সাথে আলাপ কালে তিনি ও বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে।