মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৃষি মাঠ পরিদর্শন করে কৃষকদের সাথে মতবিনিময় করলেন আমেরিকান দূতাবাসের বৈদেশিক কৃষি সেবার এগ্রিকালচার এটাসে সারা গিলাস্কি।
সোমবার (২৫ নভেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইনিয়নের গোপাল রায় এলাকার বিভিন্ন ফসলি জমি পরিদর্শন করে স্থানীয় কৃষকের সাথে নমুনা ফসল কর্তন করেন। পরে স্থানীয় কৃষিজীবি মানুষের সাথে বাংলাদেশের কৃষিতে সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন নিয়ে কৃষি খাতে আধুনিক যন্ত্রের ব্যবহার কৃষক ও কৃষির উন্নতি কল্পে আলোচনা করেন।
এ সময় সারা গিলাস্কি,গত পনেরো বছরে বাংলাদেশের কৃষি কতটা সমৃদ্ধ হয়েছে.? করোনাসহ দূর্যোগকালীন সময় কাটিয়ে বাংলাদেশ কৃষির যে উন্নতি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। আধুনিক বিশ্বে অধিক লাভের জন্য উন্নত জাত আধুনিক যন্ত্রপাতি, ব্যবহারে কৃষির অগ্রগতি সম্পর্কে কৃষকদের অবগত করেন।
এসময় কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss