লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে নাসির উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে জমিদখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২নভেম্বর) সকালে উপজেলা বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামে সরেজমিনে গেলে ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান বিলমাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃতে যুবলীগ নেতা তুষার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে লাগানো ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার সময় তাদের বাধা দিলে তারা আমাদের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর সহ আমাদের খুন জখমের হুমকি ও মারপিট করে।
স্থানীয় সূত্রে জানাযায় রহিমপুর গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে নুরুল ইসলামের সহিত আনিছুর রহমান, শহিদুল ইসলাম, শাহাবুল ইসলাম, রায়হান আলী, আমের আলী, জামের আলী ও আনোয়ার হোসেনের সহিত ঊধনপাড়া মৌজার ১১৫নং আর এস খতিয়ান ৬৬শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিবাদ চলে আসছে। এব্যাপারে আদালতে একটি মামলা বিচারাধীন ছিল। গত মাসে বাদী নুরুল ইসলাম মামলায় রায় পায়।
কিন্তু বিবাদীগণ গত ২২ অক্টোবর আদালতে আপিল করায় নুরুল ইসলামের ছেলে যুবলীগ নেতা তুষার ও আওয়ামী লীগ নেতা নাসির সহ কয়েকজন বিবাদীদের জমিতে লাগানো ইরি ধান জোর পূর্বক কেটে নেওয়াসহ জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এসময় বিবাদী শহিদুল ইসলাম তাদের বাধা নিষেধ করতে গেলে তাকে হাসুয়া, বাশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ তাদের উপর আক্রোমন করে বাড়ি ঘর ভাংচুর করেন।
স্থানীয়রা আরো বলেন, আওয়ামী লীগ নেতা নাসির সহ তাদের বাহিনী দিয়ে জমিতে ধান কাটতে এলাকাবাসী দেখতে গেলে তাদেরও গলায় হাসুয়া ধরে বলে তোরা এখানে কি দেখছিস তোদের সহ গলা কেটে দেব। শুধু তাই নয় আওয়ামী লীগের আমলে জমি দখল, জোরপূর্ব মাটিকাটা, সহ এমন কোন অপকর্ম নাই যে তারা করেনি।
আওয়ামী লীগ নেতা নাসিরের স্ত্রী জানান, গন্ডগোল করে নুরুল মাস্টারের বেটারা দান কেটেছে ও ঘরবাড়ি ভাঙচুর করেছে তাদের আমার বাড়িওয়ালা হাসুয়া নিয়ে তাদেরকে ঠেকাতে গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss