বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বেরোবিতে) সাংগঠনিক জেলা, রংপুর এর ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” ইভেন্ট অনুষ্ঠিত ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগে।
বুধবার (২০ নভেম্বর ২০২৪) ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার আয়োজনে "ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস" ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এই ইভেন্টের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সুরক্ষা ও কাম্পাসকে পরিবেশবান্ধব করার লক্ষ্যে কাজ করা হয় । ইভেন্টের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় । পাশাপাশি, উপস্থিত সকলে একত্রে ক্যাম্পাসকে আরো সুন্দর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে কাজ করেন।
উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহবুব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার সমন্বয়কারী নুসরত নওশীন, যুগ্ম সমন্বয়কারী হাসান আলী, প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোঃ আশিকুর রহমান, সিনিয়র ইয়ুথ নাজমুস সাকিবসহ অন্যান্য ইয়ুথ লিডারগণ এবং পরিচ্ছন্নতাকর্মী।
মোঃ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবারই দায়িত্ব। আজকের এই উদ্যোগ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন এবং সবুজ রাখতে সহায়ক হবে, পাশাপাশি এটি আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে। আমাদের উচিত শুধু আজকের দিনে নয়, প্রতিদিনই এই সচেতনতা বজায় রাখা। আমাদের সবাইকে একত্রিত হয়ে ক্যাম্পাস এবং আশেপাশের পরিবেশকে সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।”
ড. মো. ইলিয়াছ প্রামাণিক বলেছেন, “পরিবেশের সুরক্ষা শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং আমাদের বর্তমান জীবনের মান বজায় রাখতে ও ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতেও তা অত্যন্ত জরুরি। আজকের এই ইভেন্টটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং আমরা আশা করি, এর মাধ্যমে আমাদের ক্যাম্পাস আরো পরিচ্ছন্ন ও সবুজ হয়ে উঠবে। এর পাশাপাশি, আমাদের সকলকে প্রতিদিনই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমরা একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ উপভোগ করতে পারি।”
এই ইভেন্ট ক্যাম্পাসকে শুধু পরিষ্কার রাখবে না, বরং সবার মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা ব্যক্ত করেছেন ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss