এম. শাহাবুদ্দিন রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক এর অগ্নি- অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ শেয়ারিং সভার আয়োজন করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন । এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার, সাহানা পারভীন লাবনী,উপজেলা সমাজ সেবা অফিস, আ,ন,ম রাকিবুল ইউসুফ, এরিয়া ম্যানেজার আশরাফুজ্জামান (ব্র্যাক এরিয়া অফিস দূর্গাপুর) মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, CSO মেম্বার, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থী ও সাংবাদিক।
সভা পরিচালনা ও প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন মোঃ মিজানুর রহমান পারভেজ প্রকল্প কর্মকর্তা (ব্র্যাক- অগ্নি)
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ইজাজ আহমেদ চৌধুরী, টেকনিক্যাল ম্যানেজার (ব্র্যাক-অগ্নি)। সার্বিক সহযোগিতায় রেশমা খাতুন ও শামিমা খাতুন, স্বেচ্ছাসেবক দূর্গাপুর উপজেলা (ব্র্যাক-অগ্নি) প্রমুখ।
প্রকল্পটি দূর্গাপুর উপজেলায় স্থানীয় সরকার, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, ডিজিটাল প্লাটফরম, স্থানীয় কমিউনিটিতে হয়রানি ও জেন্ডার যৌনভিত্তিক প্রতিরোধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দূর্গাপুর উপজেলায় মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা, স্কুল পর্যায়ে যৌন হয়রানি কমিটি গঠন ও সক্রিয় করা, ফলোআপ সভা, কমিউনিটি পর্যায়ে অভিবাবক সভা ও টি -স্টল মিটিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, আইনের প্রয়োগ, জরুরী সেবা ও নিরাপদ কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে।
উক্ত সভায় সকলের উন্মুক্ত আলোচনা শেষে সভাপতির সমাপনী ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss