এম ফজলুর রহমান খালেদ( হবিগঞ্জ জেলা প্রতিনিধি):
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামে জাম্বুরা গাছের দখল নিয়ে রাজু মিয়া(৪৫) নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে তার ভাতিজারা। নিহত ব্যক্তির পিতার নাম বাহাদুর মিয়া। ঘটনাটি ঘটেছে আজ ২১ শে নভেম্বর বৃহস্পতিবার ।
এলাকাবাসিরা জানান,সকাল প্রায় ৮ টার সময় বাড়ির সীমানায় অবস্থিত একটি জাম্বুরা গাছের দখল নিয়ে ,ভাতিজা হাছান,হোসেন,আক্তার মিয়ার সাথে চাচা রাজুর মিয়ার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচা রাজু মিয়াকে বেধরক লাঠিপেটা করে হাছান ও তার ভাইয়েরা। এতে রাজু মিয়া ঘটনাস্থলেই প্রান হারান।
ঘাতক হাছান,হোসেন ও আক্তারের বাবার নাম মৃত তোতা মিয়া। খবর পেয়ে চুনারুঘাট থানার থেকে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।