বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, পুঁথিগত বিদ্যা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানসম্পন্ন ও কর্মমূখী উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সুপ্ত মেধাকে বিকশিত করতে শিক্ষকদেরকে উদ্যোগ নিতে হবে।
আজ বুধবার (২০ নভেম্বর ২০২৪) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রফেশনাল ইন্টিগ্রিটি ফর ইউনিভার্সিটি টিচার্স’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেরোবি উপাচার্য অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করে বলেন, শিক্ষাজীবনের প্রথম থেকেই শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ সম্পর্কে ধারণা দিতে হবে। তিনি আরো বলেন, এই কর্মশালা থেকে প্রাপ্ত ধারণা পাঠদানের ক্ষেত্রে শিক্ষকবৃন্দকে আরো সমৃদ্ধ করবে।
বেরোবি আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনে প্রধান আলোচক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এ. কে. এম ফজলুল হক। বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss