নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০—২০২১ শিক্ষাবর্ষের রবীন্দ্র সাহিত্য কোর্সের সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার দুপুরে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিসর্জন নাটকের সাংস্কৃতিক উপস্থাপনা করেন শিক্ষার্থবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০—২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অকৃত্রিম এই পরিবেশনা দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তত্ত্বগত শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষারও গুরুত্ব অপরিসীম।’ চমৎকার এই আয়োজনের জন্য বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব—উল—মাওলা (মাওলা প্রিন্স), কোর্স শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. আহমেদুল বারী।
এসময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss