মৃদুল হোসাইন,নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগকৃত মামলায় উপজেলার মামুদনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল (৫২) আটক। গত রবিবার দুপুরে মামুদনগর মধ্য বাজার থেকে থেকে তাকে আটক করে থানা পুলিশ।
সে মামুদনগর গ্ৰামের মৃত. শাহ মাহমুদের ছেলে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায় , গত ১৮ জুলাই (২০২৪) সকালে নাগরপুর বাজারে শান্তিপূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন কালে ,একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করে । উক্ত হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।
নাগরপুর থানা ইনচার্জ (ওসি)মো.রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় মামুদনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল কে বিস্ফোরক মামলায় আটক করে আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss