এম ফজলুর রহমান খালেদ (হবিগঞ্জ জেলা প্রতিনিধি):
নীলফামারি-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ফাকা গুলি ছুড়ে জনতার হাতে আটক হলেন।
সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন সেনা কর্মকর্তা রানা মোহাম্মদ সোহেল তিনি নীলফামারী-৩ আসন থেকে নির্বাচিত একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নীলফামারী জেলা শাখার সহ সভাপতি। সোহেল বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ছিলেন।
তিনি আজ চুনারুঘাটে অটো চালকের সাথে বাক বিতন্ডায় জেরে পিস্তল দিয়ে গুলি করে জনতার দাওয়া খেয়ে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ও বর্তমানে সুন্দর পর বাজারে ফার্মেসী ব্যাবসায়ী জিএম শাহীনকে আহত করে পালিয়ে যাওয়ার সময় খেয়াই নদীর ব্রিজের পাশে পাকুরিয়া নামক স্থান হতে পুলিশের নিকট আটক হনহাতে আটক হলেন রংপুরের রানা মোহাম্মদ সোহেল এমপি।
তিনি এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।আহত জীএম শাহীন এখন চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি আছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss