পাইকগাছা প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানার ৫ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। শনি ও রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন ইউনিয় থেকে তাদেরকে গ্রেফতার করে। রোববার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উপ-পুলিশ পরিদর্শক বাবলা সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন, গোপাল শাহা সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার হরি দাশ কাটি গ্রামের ছেলে ২০২১ সালের খুলনা দায়রা জজ আদালতের ৩ মাসের সাজার আসামি ওজিয়ার রহমান(৫৫), কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামের ২০২২ সালের ১ মাসের সাজার আসামি জয় নারায়ন সরকার(৪২), চাঁদখালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সাজার আসামি আজিজ গাজী(৪০), ও গ্রেফতারী পরোয়ানার আসামি হলেন, গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের শাকিল আহম্মেদ, একই ইউনিয়নের রেজাউল সরদারকে গ্রেফতার করা হয়। রোববার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss