নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আজ ১৭ ই নভেম্বর দুপুর ২:৩০ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।এ সময়ে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা অক্তার, শিক্ষক উম্মে ফারহানা এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষকমন্ডলী।
ফিনিক্স ফটো এক্সিবিশন ২০২৪ এর জন্য শুভকামনা জানিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগের সফলতা প্রত্যাশা করেন উদ্বোধক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা।এ সময় তিনি প্রদর্শনীর ছবিগুলো প্রদক্ষিণ করে পর্যবেক্ষণ করেন।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আলোকচিত্রীদের পাঠানো বাছাইকৃত আলোকচিত্র প্রদর্শিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন চুরুলিয়া চত্বরে। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক, প্রথিতযশা অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার প্রামাণিক, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক মো. মেহেদী তানজির এবং মো.মাজহারুল হোসেন তোকদার। প্রদর্শনীর মধ্য থেকে নির্বাচিত সেরা পাঁচজন আলোকচিত্রী পাবেন সম্মাননা, অন্যান্য অংশগ্রহণকারীদেরকেও প্রদান করা হবে উপহার। তিনদিনব্যাপী এই প্রদর্শনীর আজ প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ফটোগ্রাফি ওয়ার্কশপ।
ওয়ার্কশপের প্রশিক্ষক হিসেবে ছিলেন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ফাহিম ফয়সাল। দ্বিতীয় দিনের আয়োজনে আগত আলোকচিত্রী ও দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ চমক। স্টোরি বেজড্ ফটোগ্রাফি ও মডেল কম্পিটিশন এর মতো ব্যতিক্রম আয়োজন থাকবে এদিন।
সমাপনী আলোচনা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজনের পর্দা টানা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯ -২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইভেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট(ব্যবহারিক) কোর্সের প্রায়োগিক উপস্থাপনের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। যার তত্ত্বাবধান করছেন বিভাগের সহকারী অধ্যাপক হীরক মুশফিক।
প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ প্রয়োগের মধ্য দিয়ে কর্মক্ষেত্রের জন্য তরুণদের সামর্থ্য যাচাইয়ের প্রয়াসেই এমন উদ্যোগ বলে জানা গেছে।ব্যতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে পঠন-পাঠনে সৃজনশীলতা ও গতিশীলতা বৃদ্ধির প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss