ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:
অরুয়াইল ইউনিয়ন ধামাউড়া গ্রামের মৃত হাজী আবেদ আলী ছেলেমোঃবাচ্চু মিয়া ১৯৯৩ খ্রিঃ থেকে তার বিএনপির রাজনীতির পদ চলা।তার ধনাঢ্য ব্যবসায়ি হওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি এলাকায় শক্র বিদ্যমান।কিছু হলুদ সাংবাদিকদের টাকা পয়সা বিনিময়ে আমার বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত।
এই ব্যাপারে বাচ্চু মিয়া বলেন,আমি ২০১৫ খ্রিঃ রেল লাইনের নাশকতা মামলার আসামি এছাড়া সরাইল থানায় রাজনৈতিক মামলার আসামি। আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য এইসব অপ্রচার করছে।আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত নয় ।এই ব্যাপারে কথা হয় অরুয়াইল আওয়ামী লীগের সাধারণ সফিকুল ইসলামের সাথে, উনি বলেন বাচ্চু কোন দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত নয়,সে বিএনপির রাজনীতি করে।
অরুয়াইল বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম জানান,২০২২ খ্রিঃ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতি উক্ত কাউন্সিলে মোঃবাচ্চু মিয়া সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।এই গুলো সম্পূর্ণ অপ্রচার।সাধারণ সম্পাদক এনামুল হক জানান সে একজন বিএনপির নিবেদিত কর্মী, এইসব ফালতু অপপ্রচারে কান না দিয়ে দলিয় ঐক্য ধরে রাখতে হবে। ফ্যসিষ্ট সরকারের মামলা হামলার শিকার বাচ্চু মিয়া। আমরা এইসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।অরুয়াইল বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ি জানান,অর্থবিত্তের অধিকারী বাচ্চু মূলত বিএনপির রাজনীতি সাথে জড়িত।
তার প্রতিপক্ষ লোকজন টাকা পয়সা খরচ করে তা বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় বাচ্চু বিএনপির রাজনীতির সাথে জড়িত।এলাকার লোকজন এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে।বাচ্চু মিয়া বলেন আমার নামে যারা মিথ্যা তথ্য দিয়ে গুজব রটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনিপদক্ষেপ নিব।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss