পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,নুরুল আমিন পলাশ:
পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানার ৩ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, উপ-পুলিশ পরিদর্শক সবুজ সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন, মাসুদুর রহমান, সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কপিলমুনি ইউনিয়নের রামনগর গ্রামের অনাদি মন্ডলের ছেলে ২০২১ সালের খুলনা দায়রা জজ আদালতের সাজার আসামি নির্মল চন্দ্র মন্ডল(৪৭), পরোয়ানার আসামিরা হলেন, একই এলাকার মোঃ বিল্লাল মোল্যার ছেলে মোঃ ইকরামুল মোল্যা(২২), চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন গাজীর ছেলে মোঃ রবিউল ইসলাম(৪৭)কে গ্রেফতার করা হয়।
বৃহষ্পতিবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের জেল হাজতে পাঠানো হয়েছে।