লালপুর প্রতিনিধি:
লালপুরে বড় ভাইয়ের সঙ্গে প্রতারণা করায় ছোট ভাইকে ৪ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সোমবার বিকাল তিনটার দিকে এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন। কারাদণ্ড প্রাপ্ত আসামী হলেন উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ধানায়দাপাড়ার গ্রামের আরিফুল ইসলাম। তবে তিনি পলাতক আছেন।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মখদুম রুপোশ জানান, ২০২৩ সালের ২১ মার্চ একটি ট্রাক্টর ক্রয় করেন দুবাই প্রবাসী আমিনুল হক বাবুর স্ত্রী দিলারা বেগম। সেটি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন আরিফুল ইসলাম।
এবিষয়ে ওই বছরের ১৭ এপ্রিল মামলা দায়ের হয়েছিল। ৪০৬ ধারায় দুই বছর ও ৪২০ ধারায় দুই বছর কারাদণ্ড প্রদান করেছে আদালত।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss