সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
দক্ষিণ কোরিয়ায় রফিকুল ইসলাম (৩৫) নামে সখীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সময় আনুমানিক রাত বারোটার (কোরিয়া সময় রাত ৩টা) পর কোনো এক সময় তার মৃত্যু হয় বলে ধারণা করা হয়। রফিকুল ইসলাম টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো: আ: করিম মিয়ার পুত্র ও দুই সন্তানের জনক।
এর আগে রফিকুল কয়েক বছর সৌদি আরব ছিলেন। সবশেষ প্রায় তিন মাস আগে দক্ষিণ কোরিয়া যান রফিকুল।সেখানে তিনি একটি কোম্পানিতে চাকুরি করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে খাবার শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটার সময় (কোরিয়া সময় আড়াইটা) পরিবারের সবার সাথে কথা বলে একাকী ঘুমিয়ে পড়েন রফিকুল । সকালে ডিউটিতে না দেখে একই কোম্পানিতে কর্মরত রফিকুলের ছোট ভাই শফিকুল বাসায় খোঁজ নেন। বাসার মধ্যে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখে রফিকুল অচেতন অবস্থায় পড়ে আছে।
রফিকুল ইসলামের ছোট ভাই সাদিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল ইসলামের মরদেহ দেশে আনা হবে।
স্থানীয় ইউপি সদস্য মো: উজ্জ্বল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল ইসলামের মরদেহ দেশে আনা কিংবা দাফনের ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
এদিকে, রফিকুল ইসলামের মৃত্যুর খবরে এলাকাবাসী স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss