মৃদুল হোসাইন,নাগরপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি:
জনগণের কাঙ্ক্ষিত আশা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ নভেম্বর রাত ৮টার দিকে কেদারপুর বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোজাফফর এর সভাপতিত্বে এবং হোসাইন মৃদুল এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস রাজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, যুব দলের আহ্বায়ক মোঃ কামরুল হাসান, যুগ্ম মোঃ তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আরজু মিয়া, ছাত্রদলের সভাপতি মোঃ হোসাইন খান, ছাত্রদল নেতা শুয়াইব বিন জিসান।
উক্ত আলোচনা সভায় সিনিয়র সহ-সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, আমাদের বর্তমান দেশের যে অবস্থা তাতে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি নির্বাচন সম্পন্ন না করা হয় তাতে দেশের উন্নয়ন ব্যাহত হতে পারে ।বিধায় সবোর্চ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংস্কার তথা নির্বাচনের প্রক্রিয়া খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে অনুরোধ জানাচ্ছি।
নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইমরুল কায়েস রাজীব বলেন। এই সরকারের কাছে একটাই দাবি অতি দ্রুত সময়ের মধ্যে আমারা নির্বাচন চাচ্ছি । কারন নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব না। আমাদের আরেকটি দাবি দেশ নায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার অনুমতি প্রদান করা হোক।
যুব দলের আহ্বায়ক মোঃ কামরুল হাসান বলেন, বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী লীগের কারনে কোনো কথা বলতে পারি নাই। এই ফ্যাসিজ সরকার খুনি হাসিনা স্বৈরাচারী সরকার জল্লাদ শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে বিগত ১৫ বছর কোনো প্রতিবাদ করতে পারি নাই । আজকে আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার পেয়েছি ।তার জন্য ছাত্রজনতার প্রতি কৃতজ্ঞতা জানাই।১৯৭১ সালে স্বাধীনতা অর্জন হলেও ফ্যাসিজ সরকার ক্ষমতা থাকাকালীন সেই স্বাধীনতা ভোগ করতে পারি নাই। ছাত্রজনতার কারণে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে বলতে চাই যত দ্রুত সম্ভব সংক্ষিপ্তভাবে সংস্কার কর দ্রুত নির্বাচন দেওয়ার জন্যে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন,বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ ও স্বৈরাচার আমাদের গলা চেপে বসে ছিল। যেইখানে আমাদের বাক স্বাধীনতা ছিল না। মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। বিএনপি সকল মামলা ও হামলা সকল নির্যাতন ও নিপীড়ন সহ্য করেন । জনগণের কাঙ্ক্ষিত আশা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি নেতারা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হন।
নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরুল কায়েস রাজীব বলেন। এই সরকারের কাছে একটাই দাবি অতি দ্রুত সময়ের মধ্যে আমারা নির্বাচন চাচ্ছি । কারন নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব না। আমাদের আরেকটি দাবি দেশ নায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার অনুমতি প্রদান করা হোক।
উল্লেখ্য, এ মতবিনিময় ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss