নুরুল আমিন পলাশ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি ইমরান হোসেন(২০) কে গ্রেফতার করে। বুধবার রাতে তার নিজে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার গজালিয়া গ্রামের শামসুর সরদার ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার ব্যক্তি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সবজেল হোসেন জানান, বুধবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে উপ পুলিশ পরিদর্শক বাবলা ও কে এম সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় ইমরান হোসেন(২০)নামে ৮ বছরের সাজার আসামিকে গ্রেফতার করে। তার নামে খুলনা জেলা দায়রা জজ আদালতের ২০১৫ সালের চাদাবাজি মামলার ৮ বছরের বিনাশ্রম কারাদণ্ড হয় ।
সে দীর্ঘদিন পলাতক ছিলো। এর আগে ইমরান হোসেনকে অস্ত্র মামলায় ২০ বছর সাজা হয়। সে ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে।